জালাল আহমদ,ঢাবি থেকে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,কুটনৈতিক জ্ঞান অর্জনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে হবে।একজন দক্ষ কুটনীতিক হতে হলে তাকে পৃথিবীর উত্তর- দক্ষিণ এবং পূর্ব – পশ্চিম দেশ গুলো সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে। তিনি আরো বলেছেন,বাংলাদেশের সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতিসংঘের সাথে অত্যান্ত সুসম্পর্ক। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বাংলাদেশ সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বক্তব্য দিয়েছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং DUMUNA এর মডারেটর ড. দেলোয়ার হোসাইন বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় কে নিয়ে আজ কিছু মিডিয়া এবং একটি ক্ষুদ্র গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে।তাদের বিরুদ্ধে তোমাদের কে সজাগ থাকতে হবে।আজ বিকালে টিএসসির অডিটোরিয়ামে Dhaka University Model United Nations Association ( DUMUNA) এর সভাপতি মোস্তফা আমির ফয়সলএর সভাপতিত্বে চৌধুরী মুজাদ্দিদ আহমদ রুদ্র এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নবীবরণদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন আক্তার শাকিলা।অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কতিক সন্ধ্যা সম্পন্ন হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।