আনোয়ার হোছাইন ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে টমটম চাপায় এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।নিহত শিশু তাহসিন আবরার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা শুক্কুরের দোকান এলাকার মৌলানা হাছানের ছেলে। সোমবার ১৪ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও -চৌফলদন্ডী অভ্যন্তরীণ সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, শিশুটি স্বজনদের সাথে রাস্তা পারাপারকালে ঈদগাঁওমুখি বেপরোয়া গতিতে আসা টমটম চাপা দিলে গুরুতর আহত হয় । পথচারীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ,অবস্থার অবনতি হলে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ঈদগাঁও পুলিশের এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘাতক টমটম ও চালককে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায় বলে নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।