প্রেস বিজ্ঞপ্তি :
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট মহান জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উখিয়া-টেকনাফের প্রথম ও একমাত্র ডিজিটাল স্কুল নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল। এ উপলক্ষে আজ ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন, সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর কর্মজীবনের উপর ভিডিও প্রচার, ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সাড়ে ১০টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহিলা শিক্ষক হাসিনা সুলতানা।
স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্ব ও আইটি শিক্ষক কায়েস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক আবদুল গফুর, মহিলা শিক্ষক রোজিনা আখতার, হাসিনা সুলতানা ও ইফফাত আছিয়া, একাউন্টেন্ট হুমায়ুন পারভেজ ও স্কুল বয় মোহাম্মদ আবদুল্লাহ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।