জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর হরিণা হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর সশাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সাংবাদিক জাহেদুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এশফাকুর রহমান ও মো: তারেকের সঞ্চালনায় অন্যfন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, শিক্ষিকা সেলিনা আক্তার ও নাবিলাতুন জান্নাত।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা অর্ধ উত্তোলনের মাধ্যমে আলিফ হোসেনেরর কোরআন তেলাওয়াত ও সুবি বড়ুয়া সুজান্তার ত্রিপিটক পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সম্পদ। যতদিন পৃথিবীতে বাংলাদেশ থাকবে ততোদিন শেখ মুজিব বাংলায় বেঁচে থাকবে।
বিদ্যালয়ে শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, হাম, নাত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে বিজয়ী প্রতিযোগিতের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
লোহাগাড়া হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ে শোক দিবস পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।