বার্তা পরিবেশক :
জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ককসবাজার মডেল হাইস্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী – মহান শোক দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ২ দিনব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ১৪ আগষ্ট জাতির জনকের কর্মময় জীবনি নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  ১৫ আগষ্ট খতমে কোরান, বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতির জনকের আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে সকলকে দেশ গড়ার কাজে ব্রত হওয়ার আহবান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম হোসাইনী, সিনিয়র শিক্ষক সরওয়ার আজম, সৈয়দুল আলম, শহিদুল ইসলাম, আবু ছালেক আব্বাছি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, দশম শ্রেণির শিক্ষার্থী তামান্না খানম,সামাহা ওয়াফা, নবম শ্রেণির শিক্ষার্থী গোলাম কিবরিয়া, রেজাউল করিম ফাহিম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুল আজম চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।