কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব হেলাল উদ্দিন কবির।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ১৫ আগষ্ট জাতির জনককে হত্যা করে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বকীয়তাকে মুছে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে মুজিব আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্র সফল হয়নি। আজকের বাংলাদেশে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে সব অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।

অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আ.ন.ম. নুরুল আমিন, পরেশ কান্তি দে, মৌ: মো: ইদ্রিস প্রমূখ। সিনিয়র শিক্ষক দয়াল পাল, মঈদুন্নাহার, মৌ: মঞ্জুর আহমদ, গোলাম সরওয়ার শাহীন, আব্দুল কাদের, ফাতেমা জহুরা, রিটু পাল, সেলিমা সুলতানা, কায়সার আলম, তাহামিদুল মুনতাসির, ইফ্ফাত সানিয়া, নয়ন কান্তি দে, সুজন দাশ, প্রিয়াংকা দত্ত, পিন্টু মল্লিক, হাসিনা আক্তার, শর্মিষ্ঠা দে, সুভাষ চন্দ্র দে, সাইফুল কবির, মো: ফারুক, মুহাম্মদ সুলতান, অমর দাশ, অপরাজিতা বড়–য়া ও সকল ছাত্র-ছাত্রী।