নুরুল আমিন হেলালী:
কক্সবাজার সদরের স্বনামধন্য বিদ্যাপীঠ এবং একমাত্র পরিপূর্ণ ডিজিটাল ক্যাম্পাস ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো: আবু শামার সভাপতিত্বে অনুষ্টিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন।
২ দিন ব্যাপি অনুষ্টান মালার ১ম দিন (১৪ আগস্ট) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগীতা সম্পন্ন হয়।
১৫ আগস্ট সকালে বিদ্যালয়ের জামে মসজিদে খতমে কোরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়নে ৮ম শ্রেণীর শিক্ষার্থী রাশেদ এর কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম আলমগীর।
প্রধান অতিথির বক্তৃতায় সদর মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে প্রকৃত মানুষ হওয়ার আহবান জানান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে দশম শ্রেণির তানিম রহমান, আল মাহমুদ মারুফ ও অষ্টম শ্রেণির শাহরাত ফাহিম।
শিক্ষকবৃন্দের পক্ষে সহকারী শিক্ষক মাহমুদুল হক, মনছুর আলম, সোলতান আহমদ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ এনামুল হক, আতিক আহমদ, পাপড়ী রুদ্র, চিত্রা পাল, শাহীমা বেগম, রোকেয়া বেগম, বিকাশ প্রণয় দে, নূরুল ইসলাম, তারেকুল ইসলাম জনি, শহিদ উল্লাহ সিকদার, জিয়াউল হক, আকতার কামাল, মিশন চৌধুরী, জমির উদ্দিন ও শাহজাহান সিরাজ এবং কর্মচারী মোঃ সোলাইমান, মিন্টু কান্তি দে, রানু পাল ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা পরবর্তী বঙ্গবন্ধুর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রধান শিক্ষক ও অন্যান্যদের নিয়ে ক্যাম্পাসে বিরল প্রজাতির গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ নূরুল আমিন হেলালী।