প্রেস বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুকে জানতে হলে তাঁর জীবনকে জানতে হবে। তাঁর জীবন দর্শন এবং রাজনীতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করা গেলে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। জাতীয় শোক দিবসে কক্সবাজার সিটি কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এর প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্য থিং অং এ কথা বলেন। তিনি বলেন বাংলাদেশকে পুনরায় শৃঙ্খলে আবদ্ধ করতেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা। তবু কিন্তু তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ এখন পৃথিবীর বুকে দাঁড়িয়েছে। অধ্যাপিকা শাহানুর আকতারে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক, অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আরিফুল ইসলাম, অধ্যাপক হাশেমুদ্দীন, অধ্যাপক নুরুল আবছার, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা, অধ্যাপিকা তসলিমা রশিদ, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাহাদাত হোসাইান, নুরুল ইসলাম। ছাত্রের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলেওয়াত এর মধ্য দিয়ে। কোরআন তেলেওয়াত করে মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম। ১৫ আগষ্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্য দান করে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরিশেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ক্যথিং অং।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক রোমেনা আক্তার এবং অধ্যাপক জ্যোৎস্না ইয়াছমিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।