জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানি দেখার সময় সেলফি তুলতে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে স্কুলছাত্র জিল্লুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে তিনজন নিখোঁজ হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে বন্যার পানি দেখতে যায় উমির উদ্দিন পাইলট হাইস্কুলের ছাত্র জিল্লুর রহমান, সজীবসহ চার ছাত্র।

এ সময় বন্যার পানির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় জিল্লুর ও সজীব। তাদের বাঁচাতে পথচারী লাল মিয়া পানিতে ঝাঁপিয়ে পড়লে তিনিও স্রোতে ভেসে যান।

ওসি আরো বলেন, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া স্থানসহ পাশের ব্রহ্মপুত্র নদে সন্ধান শুরু করেন। তাঁরা খুঁজতে গিয়ে ঘণ্টাখানেক পর জিল্লুরের লাশ পান। নিখোঁজ দুজনের সন্ধান চলছে।