নুরুল কবির, বান্দরবান:
বান্দরবানের পৌর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে এগুলো উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রকল্পগুলো হচ্ছে- পার্বত্য জেলা পরিষদের তিন কোটি টাকা ব্যয়ে নতুন পাড়ায় চতুথ তলা বিশিষ্ট বীব বাহাদুর নিকেতন স্কুল এন্ড কলেজ , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে বীব বাহাদুর নিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্রবাস, ৪৫ লক্ষ টাকার ব্যয়ে নিউগুলশান গীতা পাঠশালা নিমান এবং নোয়াপাড়ায় ২২লক্ষ টাকার ব্যয়ে গীতা আশ্রয়।

 

প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসি এমপি বলেন, বতমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় আজ বান্দরবান পৌর এলাকায় কয়েক কোটি টাকার প্রকল্প কাজ উদ্ধোধন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে পাবত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন,মেঘলায় পাবত্য জেলা পরিষদ এর কনফারেন্স হলসহ বিভিন্ন কাজের উদ্ধোধন করবেন।

 

এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনর রশিদ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য, কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোডের ইউনিট অফিসার প্রকৌশলী আবদুল আজিজ জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলামসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।