শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আলী আদনানের পাশে দাঁড়িয়েছে ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ’৯০ ব্যাচ।
১৮ আগষ্ট সন্ধ্যায় বাজারস্থ নিউ স্টার হোটেল হলরুমে অসুস্থ ছাত্রের চিকিৎসার জন্য পিতা স্কুল শিক্ষক আবু তাহের এর হাতে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ’৯০ ব্যাচের সভাপতি বাজার ব্যবসায়ী নেতা মুফিজুর রহমান মফিজের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মোজাম্মেল হক ফরাজী।
বিশেষ অতিথি ছিলেন মাষ্টার জাফর আলম, মাষ্টার শের আলী, আওয়ামীলীগ নেতা আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ছৈয়দ আলম।
ছাত্র পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মোনাফ, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক মিল্টন পাল, মাষ্টার আমান উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুর রহিম, আবদুল করিম, তথ্য ও প্রকাশনা সম্পাদক শেফাইল উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অসুস্থ ছাত্র আলী আদনানের পিতা শিক্ষক আবু তাহেরের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
অসুস্থ ছাত্র ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আলী আদনান দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছে। তার পিতা দেশের বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েও ছেলেকে সুস্থ করতে ব্যর্থ হওয়ায় বর্তমানে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এ গরিব পিতা ছেলে চিকিৎসার জন্য তার সমস্ত সহায় সম্বল শেষ করে বর্তমানে আর্থিক সমস্যায় রয়েছেন। মেধাবী ছাত্র আলী আদনানের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।