জাহেদুল ইসলাম, লোহাগড়া :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টংকাতী নদীর উপর নির্মিত রাজঘাটা ব্রীজটি এখন হুমকির মুখে। দেশে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে টংকাবতী নদীতে পানি বেড়ে যাওয়ায় পানির ¯্রােতে টংকাবতী খালের পাড় ভেঙ্গে যাচ্ছে। খালের পাড় ভেঙ্গে অনেক বসতি ঘর খালে বিলীন হয়ে গেছে। আরো কয়েকশ বসতি ঘর বিলীন হওয়ার পথে।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, উপজেলার টংকাবতী নদীর বাঙ্গনেসর ফলে রাজঘাটা ব্রীজের সাইড ওয়ালের পাশের মাটি সরে যাচ্ছে। যেকোন সময় নদীতে পানির ¯্রােতে ব্রীজের পাশের মাটি সরে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ভেঙ্গে চট্টগ্রামের সাথে কক্সবাজারের যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। ভেঙ্গে যেতে পারে ব্রীজ!
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিনে। অতি বৃষ্টিতে ব্রীজের পাশের মাটি সরে যাচ্ছে দেখেও কোন প্রকার সংস্কার করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে ব্রীজটি হুমকির মধ্যে পড়ে। কর্তৃপক্ষ সামান্য লোক দেখানো কাজ করে চলে যায়। স্থায়ী সংস্কার না করলে যে কোন সময় ব্রীজটি নদীর সাথে বিলীন হয়ে যেতে পারে। দিন দিন নদীর ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। নদী ভঙ্গনের ফলে রাজঘাটা ব্রীজ হুমকির মধ্যে পড়েছে।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাজঘাাটা ব্রীজের সংযোগ টংকাবতী নদীর পাড় ভাঙ্গন রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ঢাকা বরাবরে এমপির ডিও লেটার দেওয়া আছে। অতি শীঘ্রই তা বাস্তবায়ন হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।