বিশেষ সংবাদদাতা:

কক্সবাজার শহরে শাহ আলম (৪০) এক হোটেল শ্রমিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৯ আগষ্ট) দিবাগত রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটে।

তাকে গুরুতর অবস্থায় শহরের লাইট হাউজপাড়া রংধনু কটেজের সামনে থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

আহত শাহ আলম হোটেল সী-প্যালেস এর সামনের আই বীচ রেস্তুঁরার কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,  শ্রমিক নেতা পরিচয় দিয়ে রুহুল কাদের মানিক, নুরুল আমিন প্রকাশ বার্মাইয়া আমিন, জালাল আহমদ, জাহাঙ্গীর আলমসহ আরো ৩/৪ জন লোক শাহ আলমকে হোটেল থেকে ডেকে তুলে নিয়ে ব্যাপক মারধর করে। এর আগে তার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল চিহ্নিত চাঁদাবাজ চক্র।

স্থানীয়দের দেয়া খবরে শামীম গেস্ট হাউজের মালিক কাজী মোস্তাক আহমদ শামীমের সহায়তায় হোটেল শ্রমিক শাহ আলমকে উদ্ধার করা হয়।

আহত শাহ আলম জানায়, ২/৩ দিন আগে তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে রুহুল কাদের মানিক। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে তুলে নেয়ার হুমকি দেয় বেশ কয়েকবার।

শ্রমিক নেতা আমিনুল ইসলাম মুকুল ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অন্যথায় পরবর্তি পরিস্থিতির জন্য তারা দায়ী থাকবেনা বলে কঠোর হুঁশিয়ারী দেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া ঘটনার খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।