মো. নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, সকল মত বিরোধ দূর করে সমন্বিতভাবে সবাইকে একসাথে নিয়ে এলাকার ও দেশে উন্নয়নের কাজ করতে চাই। আওয়ামীলীগ একটি বৃহৎ দল এ কারনে আমার এলাকায় দলের মধ্যে কিছুটা ভূল বুঝাবুঝি থাকতেই পারে। আমি চেষ্টা করছি এ ভূল বুঝাবুঝি দূর করে সবাই মিলে এক কাতারে কাজ করার। আমি আপ্রান চেষ্টা করছি, আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়াকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাতে। এ উদ্দেশ্য সফল করতে ইতোমধ্যে সরকারের পাশাপশি আমার নিজস্ব প্রতিষ্ঠান আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ৫শ’ মসজিদসহ ৪ হাজার বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করেছে। সাতকানিয়া-লোহাগাড়া এলাকার নদী ভাঙ্গন রোধে ৩শ’ ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে যা’ খুব শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে। সাতকানিয়া-লোহাগাড়াকে উন্নয়নের রোড ম্যাপে সংযুক্ত করাই আমার স্বপ্ন। গত ২০ আগস্ট রোববার বেলা ১২টার সময় চট্টগ্রাম শহরের নিজ বাস ভবন নদভী প্যালেসে সাতকানিয়া ও লোহাগাড়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এমপি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিক বিভিন্ন প্রশ্নে জবাব দেন। মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিদা আক্তার জাহান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সম্পাদক ফয়েজ আহমদ লিটন, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোকলেছুর রহমান জাকের, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, সাবেক ছাত্রনেতা গনি স¤্রাট, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম ও মো. শাহাদাৎ হোসেন।