মহেশখালী-কক্সবাজার জেটি ঘাট সংস্কারের দাবীতে মানব বন্ধ করেছে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ)।মঙ্গলবার ২২ আগষ্ট সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা জাসদের আহ্বায়ক আশরাফুল করিম সিকদার নোমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন, মহেশখালী-কক্সবাজার জেটি ঘাট পারাপার অত্যান্ত ঝুঁকিপুর্ণ। এ ঘাট দিয়ে প্রতিনিয়ত শত শত সাধারণ মানুষের যাতায়ত। জীবন ঝুঁকি নিয়ে ঘাট পারাপারে মানুষের চরম দূর্ভোগের শেষ নেই। সাধারণ মানুষের এ কষ্ট রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারী আমলাদের নজরে আসছেনা। নেই কোন উক্ত ঝুঁকিপূর্ণ জেটি সংস্কারের উদ্যোগ।
এ সময় মহেশখালী-কক্সবাজার জেটি ঘাট সংস্কারের দাবীতে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের হুশিয়ারী করে বলেন, জেটি ঘাট সংস্কার চাই, না হয় লাগাতর আন্দোলন চলবে। এ জেটি ঘাট সংস্কার না হাওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরবে না কক্সবাজার জাসদ নেতারা।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) কক্সবাজার জেলা শাখার সভাপতি নঈমুল হক চৌধরী টুটুল, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, জাসদের নেতা আলহাজ্ব জাকারিয়া, শহর জাসদের সহ-সভাপতি সাংবাদিক এম.আমান উল্লাহ, জাতীয় শ্রমিক জোট কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আবদুল জব্বার, যুগ্ন আহ্বায়ক বাবু প্রদীপ দাশ, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ন আহ্বায়ক কায়ছার হামিদ, জেলা জাসদ নেতা আবু তৈয়ব, সাবেক ছাত্রনেতা সুলতা মাহমুদ রিয়াদ, ছাত্রনেতা নজরুল ইসলাম সুমন, আমিরুল ইসলাম সোহেল প্রমুখ নেতৃবৃন্দ। মানব বন্ধন শেষে জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধরী টুটুলের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ আলী হোছেন আগামী সেপ্টেম্বরের দিকে জেটি ঘাটের সংস্কার কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।