শাহীনশাহ, টেকনাফ :

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের আওতাধীন বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ২২ আগস্ট দুপুর ৩ টায় বাহারছড়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ইউনিয়ন আহ্বায়ক নুরুল হক কোম্পানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উখিয়া টেকনাফের সাংগঠনিক টিম লিডার রাজা শাহ আলম চৌধুরী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর , সাংবাদিক তোফাইল আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সোনা আলী, বদরুল হাসান মিল্কি। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল্লাহ কোম্পানীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল্লাহ কোম্পানী যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রফিক।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুবু মোর্শেদ, সদস্য মাহবুবুর রহমান, উপদেষ্টা (অব) মাষ্টার আব্দু শুক্কুর, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মোঃ হাসান, মোহাম্মদ রফিক, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এনামুল হক, উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া ও পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল কবির, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।

বক্তারা বলেন, পাকিস্তানের সূচনালগ্ন থেকে উন্নত ও সোনার বাংলাদেশের স্বপ্ন দেখতেন জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। এর ধারাবাহিকতায় প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবনবাজি রেখে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এ নেতৃত্বে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এ দেশ স্বাধিন করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতেও দেশে বিদেশে কার্যক্রম শুরু করেন। পঁচাত্তর সালের ১৫ আগষ্ট সেই পাকিস্তানি দোসররা ও পঁচাত্তর পরবর্তী সময়ে চিহ্নীত দেশের সবচেয়ে বেশী বেনেফিসিয়ারী স্বপরিবারসহ বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু আজ সেইসব লোকদের দেশের জনগণ ধিক্কার ও ঘৃণা করে জননেত্রী শেখ হাসিনাকে সংখ্যাগরিষ্ঠ আসন উপহার দিয়ে ক্ষমতার মসনদে আসীন করেন। দেশ উন্নয়নে দূর্বার গতিতে এগিয়ে চলছে। এই বার্তাটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উখিয়া টেকনাফ আওয়ামীলীগকে বিভ্রান্ত ও বিভাজন করতে গুটি কয়েক লোক সবসময় মরিয়া থাকে। তাদের কর্মকান্ডে এ দক্ষিণের মানুষ জাতীয় সমস্যার মুখোমুখি হচ্ছে। শিগগিরই এ সমস্যা বের হতে কাজ করছে বলেও জানান বক্তারা। আলোচনা সভার পূর্বে সকাল ৯টায় খতমে কোরআন, কালোব্যাজ ধারণ, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।