শফিক আজাদ,উখিয়া :
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা বুধবার সকাল ৯টার দিক টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি পিকআপে তল্লাশী চালিয়ে ১২৯০০প্যাকেট বার্মিজ সিগারেটসহ ২জন পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন-চট্টগ্রাম সাতকানিয়া থানার ঢেমচা হাঙ্গরকুল গ্রামের মৃত-ইলিয়াস মিয়ার ছেলে শাহাব উদ্দিন(২৫)ও একই এলাকার আবদুর রহমানে ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (২৬)।
৩৪বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মনঞ্জুরুল হাসান খান বলেন, গোপন সংবাদর ভিত্তিতে বিজিবির সদস্যরা উক্ত পিকআপে তল্লাশী চালিয়ে ২জন পাচারকারী, চোরাইপণ্যসহ, বহনকারী পিকআপটি জব্ধ করেছে। জব্দকৃত মালামালের মূল্যে প্রায় ১৯লাখ টাকা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।