শহরে টমটম চলছে

প্রকাশ: ২৩ আগস্ট, ২০১৭ ০৬:২৬ , আপডেট: ২৩ আগস্ট, ২০১৭ ০৬:২৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রতীকী ছবি- টমটম

শাহেদ মিজান, সিবিএন
জেলা প্রশাসন কর্তৃক টমটম আটকের প্রতিবাদে কক্সবাজার শহরে ডাকা ধর্মঘট না মেনে টমটম চলাচল করছে  । আজ অর্ধদিবস ধর্মঘট চলার বিকাল ৩ নাগাদ ধর্মঘট না মেনে এসব টমটম চলাচল শুরু হয়।

জানা গেছে, গত তিন ধরে জেলা প্রশাসনের নির্দেশে শহরে টমটমের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযানে শতাধিক টমটম আটক ও কয়েকটি টমটম তৈরির কারখানা সীলগালা করে দেয়া হয়েছে। এর প্রতিবাদের টমটম মালিক ও চালক সমিতিগুলো ঐক্যবদ্ধ হয়ে ধর্মঘট ডাকে। তবে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট ডাকায় যাত্রীরা দুর্ভোগে পড়ে যায়।
কক্সবাজার টমটম মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি নাজিম উদ্দীন জানান, লাইসেন্সধারীসহ ঢালাওভাবে টমটম আটকের কারণে মালিক ও চালকেরা ক্ষুব্ধ হয়ে উঠে। এই কারণে আজকে জেলা প্রশাসক ও পৌর মেয়রের সাথে বসার সিদ্ধান্ত ছিলো। কিন্তু টমটমের অন্য সংগঠনের নেতারা তার আগেই ধর্মঘট দিয়ে দিয়েছে। আমরা এর কিছু জানি না।