প্রেস বিজ্ঞপ্তি:

বহু প্রত্যাশিত ও প্রতিক্ষিত কক্সবাজার জেলা ফুটবল লীগ ২২ সেপ্টেম্বর ২০১৭ মাঠে গড়াচ্ছে। এলক্ষ্যে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের এক সভা মঙ্গলবার কক্সবাজার ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আনোয়ারুল নাসের।

উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ সভাপতি জসিম উদ্দিন, ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোছাইন নান্নু, সদস্য রতন দাশ, জসিম উদ্দিন, আলী রেজা তসলিম, খালেদ আজম বিপ্লব।

সভায় জানানো হয়, ২২ সেপ্টেম্বর থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল লীগ শুরু হবে। এতে ক.গ্রæপে ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা, টাউন ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, খ.গ্রæপে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, কোটবাজার খেলোয়াড় সমিতি, মাতারবাড়ি খেলোয়াড় সমিতি, গ.গ্রæপে শতদল ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা, ফুটবল ক্লাব মহেশখালি, ঘ.গ্রæপে শেখ জামাল চকরিয়া ক্লাব, ইয়ংমেন্স ক্লাব ও বাঁশকাটা খেলোয়াড় সমিতি।

উল্লেখ্য, সর্বশেষ জেলা ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। দীর্ঘদিন পর বর্তমান জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপুর আপ্রাণ প্রচেষ্টায় ফুটবল লীগ আবারো মাঠে গড়াচ্ছে।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক রাশেদ হোছাইন নান্নু জানান, ফুটবল লীগ আয়োজনের মধ্যদিয়ে আশা করছি জেলার ফুটবলঙ্গন আবারো চাঙ্গা হয়ে উঠবে। ফুটবল লীগে সকলের সহযোগিতা আমাদের ধন্য করবে।