শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কমিটির সদস্য মাহমুদুল হক বাহাদুরকে মুঠোফোনে হুমকি দিয়েছে সাহাদাৎ হোসেন রিপন নামে এক যুবক। পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল চারটা ৩১মিনিটে ০১৮৪৫০৮৬৫৪৩ নম্বর থেকে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। মাহমুদুল হক বলেন, রিপণ তাঁর মামাত ভাই। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হিসাবে ময়মনসিংহ জেলায় কর্মরত আছেন। এ কারণে দাপট দেখিয়ে অহেতুক তাঁকে হুমকি দেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।

হুমকির কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মাহমুদুল হক আরও বলেন, ‘নানা বদরুদোজা ওরফে বদরমিয়া সিকদারের নয় মেয়ে, চার ছেলে সন্তানের মধ্যে আমার মা দ্বিতীয়। মায়ের অংশিদার হিসাবে আমি ওয়ারিশসূত্রে মালিকানা দাবি করায়-রিপণ ও তাঁর বাবা গর্জনিয়ার পূর্ববোমাংখিল গ্রামের বাসিন্দা ফরিদুল আলম ক্ষুব্ধ। আমাদের জমিগুলো তাঁরা জবরদখল করে বিক্রী করছে। এতে বাঁধা দিতে গেলেই বিজিবির দাপট দেখিয়ে আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।’

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী বলেন, ‘জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ থাকতে পারে। এ বিষয়ে কাগজপত্র ও সংশ্লিষ্ট আইনের বাইরে যাওয়ার কোন ধরণের সুযোগ নেই। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মাহমুদুলহ হক বাহাদুরকে মুঠোফোনে হুমকি দেওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এটা বিপদজনক। রিপণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও আইন অমান্যকরায় প্রেসক্লাবের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’