ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বাংলাদেশ যুব ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদের সহ সাধারন সম্পাদক জসিম আজাদ’কে ৫৭ ধারায় গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার যুব ইউনিয়ন নেতৃবৃন্দ। ২৩ আগস্ট সকাল ১১ টায় কক্সবাজার পৌরসভা চত্ত্বরে এক মানববন্ধনে  তাঁর নিশর্ত মুক্তির দাবিও “গণবিরোধী ৫৭ ধারা” বাতিলের দাবি জানান_যুব_ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদের নেতৃবৃন্দ ।
বাংলাদেশ_যুব_ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কক্সবাজার জেলার আহবায়ক কমরেড অনিল দত্ত।

যুব ইউনিয়ন নেতা শহীদুল্লাহ শহীদের সঞ্চালনায় মানববন্ধনে  বক্তব্যসহ সংহতি প্রকাশ করেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন,তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির সদস্য কলিম উল্লাহ কলিম,দৈনিক আমাদের ককক্সবাজার পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহিন,বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আকতার মার্টিন, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম  মো: রাশেদ,বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্টির প্রতিনিধি জুয়েল কুমার ধর অর্জুন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলার সভাপতি অর্পণ বড়ুয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক অরুপ বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন জেলার সর্বস্তরের সাংস্কৃতিক ও সংবাদকর্মীবৃন্দ।
এসময় বক্তারা ৫৭ ধারাকে কালো আইন উল্লেখ করে মানুষের মৌন অধিকার হরণের লক্ষ্যে সরকার ওই আইন চালু করে প্রতিবাদি কন্ঠস্বর রুখতে চাই।কিন্তু বাংলাদেশে জসিম আজাদের মতো প্রতিবাদি কন্ঠ স্বর বেঁচে থাকতে তা কখনো হতে দেয়া হবে না।তাই আমরা অতিসত্ত্বর যুব ইউনিয়ন নেতা জসিম আজাদের নিশর্ত মুক্তি ও ৫৭ ধারা বাতিলের আহবান জানাচ্ছি।এছাড়া বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে জসিম আজাদ কে মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারন করেন মানববন্ধনে।