কায়সার হামিদ মানিক,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার বালুখালীস্থ শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ী রিজিয়ন সেরা পদকে ভূষিত হয়েছে। গত ২০ আগস্ট হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের আওতাভুক্ত সকল হাইওয়ে পুলিশের ইউনিটে দায়ীত্বরত ইনচার্জদের সম্মানে এক প্রীতি সভা ও সেমিনারের আয়োজন করা হয়। হাইওয়ে পুলিশের কুমিল্লাস্থ এসপি কার্যালয়ে ইয়াবা ও মাদকদ্রুব্য সহ পাচারকারী আটক করার কৃতিত্ব সরুপ ” সেরা ইউনিট ” হিসেবে উখিয়ার বালুখালীস্থ শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ি নির্বাচিত হয়। গত জুলাই মাসে ২লাখ ৭২ হাজার ইয়াবা সহ ১৩জন পাচারকারী আটক, ট্রাক ও কয়েকটি যানবাহন জব্দ করা হয়। এতে সেরা ইউনিট এবং সেরা অভিযান পরিচালনা কারী অফিসার হিসেবে স্নৃতি স্নারক পৃথক পদকে ভূযিত হয়ে স্নৃতি স্নারক ক্রেস্ট গ্রহণ করেন বালুখালীস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ -পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া। তাকে কাজের সীকৃতি সরুপ ক্রেস্ট তুলে দেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের এসপি পরিতোষ ঘোষ। একই ফাঁড়িতে কর্মরত সহকারী উপ -পুলিশ পরিদর্শক ননী বড়ুয়া পান সহকারী উপ -পুলিশ পরিদর্শকের সেরা স্নৃতি স্নারক ক্রেস্ট। এক প্রতিক্রিয়ায় সেরা ইউনিট, সেরা অভিযান পরিচালনা কারী বালুখালী শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ -পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন ডিপার্টমেন্টের প্রাপ্তি গুলো কাজের ফসল। পদক পেয়ে দায়ীত্ব ও কর্তব্যের প্রতি উৎসাহ এবং দায়ীত্ব দ্ধিগুণ বেড়ে গেল। দেশপ্রেমিকের ভুমিকায় দায়ীত্ব পালন করবো। সেরা এএসআই ননী বড়ুয়া বলেন রাজেশ স্যারের পদাংক অনুসরণ করে দায়ীত্ব পালন করে দেশের প্রতি সচেষ্ট থাকবো।