জসিম উদ্দিন টিপু,টেকনাফ:

টেকনাফ হ্নীলায় কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। জানাযায়, ২৫ আগষ্ট বেলা ২টার দিকে দরগাহ সিএমবি (সড়ক ও জনপথ বিভাগের ষ্টক ইয়ার্ড) মাঠে অনুষ্ঠিত কোরবানির পশুর হাটের ফিতা কেটে অনুষ্ঠানিক উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এইচ.কে.আনোয়ার সিআইপি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন, ইজারাদার শেখ মুহাম্মদ রফিক, জালাল আহমদ, ব্যবসায়ী আব্বাছ আলী, পশুর হাট পরিচালনা কমিটির সভাপতি খলিল আহমদ, সদস্য হোসাইন মো: আনিম, মো: ইদ্রীছ, আবু তালেব আশিক, মো: আয়াজ, হামিদ হোছাইন, গোরা মিয়া, নুর আলমসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পরই হ্নীলার কোরবানীর পশুর হাট বেশ জমে উঠে। প্রথম দিনেই অনেক পশু বেছাবিক্রি হয়েছে। পশুর হাট পরিচালনা কমিটির সুন্দর ব্যবস্থাপনায় ইউপি চেয়ারম্যান এবং আগত অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। পশুর হাট ব্যবস্থাপনায় জড়িত সকলে কোরবানির পশু বেছাবিক্রিতে প্রয়োজনীয় সব ধরণের সহযোগীতার করবেন বলে জানান।