বলরাম দাশ অনুপম :

ইতিহাস সৃষ্টি করলো কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ। দায়িত্ব গ্রহণের মাস খানেকের মাথায় একাধিক কর্মসূচি পালনসহ নানা সাংগঠনিক কর্মকান্ডের মধ্যে দিয়ে ইতোমধ্যে নিজেদের শক্তি জানান দিয়েছে জাকের হোসেন ও সাখাওয়াত হোসেনের নেতৃত্বে নব-গঠিত কলেজ ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দরা। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের নির্দেশে দায়িত্ব নেয়ার পর নবীণ বরণ অনুষ্ঠান, জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, কলেজে সরকার বিরোধী প্রচারণার সময় জিহাদী বইসহ ছাত্রী সংস্থার এক নেত্রীকে আইন শৃংখলা বাহিনীর হাতে ধরিয়ে দেয়া সর্বশেষ কলেজ প্রাঙ্গনে আড়ম্বর পরিবেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালনের মধ্যে দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেয় সরকারী কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ, আলোচনা ও গণভোজ। কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। আলোচনা সভায় সম্মাণিত অতিথি ছিলেন সরকারী কলেজের অধ্যক্ষ একে ফজলুল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসাইন, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার আলশ চৌদুরী, সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ মেম্বার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর আল হেলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইসমাইল সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজ, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন তুর্য, সহ-সম্পাদক মনছুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন-শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন, সদর উপজেলার সভাপতি তানজীদ পাশা, সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইনভার্সিটির সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াসিব কবির, পলিটেকনিকেল ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক রাজু, চকরিয়া পৌরসভার সভাপতি মিজান তুষার, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক মিথুন, কুতুবদিয়া উপজেলা সভাপতি খোরশেদ আলম, কক্সবাজার সিটি কলেজ সভাপতি রিফাত, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর এ্যানি, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম হিমেল চৌধুরী, শবনম মোস্তারি রনি, সাইফুল, আতিক, শহীদ, শাহিন, আরমান, তপু বড়–য়া, উৎপল বড়–য়া, সাদ্দাম, নুর, শরীফ, জুনায়েদ, তৌহিদ, হুমায়ুন, হৃদয়, বক্কর, মেহেদী, হোসেন সাহেদ, ইমরান, জিশান, প্রাঙ্গন পাল, আদিল, অন্তর, নয়ন, ইপ্তি, শিমুল, সাথী, অর্পিতা বড়–য়া প্রমুখ। অনুষ্টানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন শরীফ।