খালেদ হোসেন টাপু,রামু :

কক্সবাজারের রামুতে সন্ত্রাসী হামলায় নিহত কলেজ ছাত্র এনামুলের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার জোয়ারিয়ানালা নন্দাখালী মুরাপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে সভায় বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্সসহ কলেজের শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে মুরাপাড়া জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় রাজনৈতিক জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মুরাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ নুর। এদিকে বিকেল ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে থেকে এনামুলের লাশ এ্যাম্বুলেন্স যোগে নন্দাখালী মুরাপাড়ায় পৌঁছলে এলাকায় সর্বস্তরের জনতা তাকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমায়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মটরসাইকেল যোগে থেকে বাড়ি থেকে জোয়ারিয়ানালা স্টেশনে আসার পথে ছফর মিয়ার বাড়ির পূর্ব পাশে রাস্তার উপর অতর্কিত একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন কক্সবাজার সিটি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র এনামুল হক এবং বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিটে চট্টগ্রামে একটি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় পুলিশ আমির হামজা নামে এক ব্যক্তিকে আটক করে। এব্যাপারে নিহত এনামুলের পিতা মো. হাশেম বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।