মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি বলেছেন, ১৫ আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ইতিহাস বিকৃত করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীরা। তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশ্ব রাজনীতিবীদরা বঙ্গবন্ধুকে কাছে থেকে চিনেছেন। বিপথগামী উচ্চাভিলাষী কতিপয় সেনা কর্মকর্তা দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা এক নতুন ইতিহাস রচনা করেছিল। সেই স্বাধীনতা বিরোধীরা আজ চরমভাবে পরাজিত। তাই আজকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে দারণ করে দেশ এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আয়োজিত শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি এসব কথা বলেন। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ফরিদুল আলমের সভাপতিত্বে ও শোক সভা উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়েজ আহমদ লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান দুলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া সার্কেলের এএসপি হাসানুজ্জামান মোল্লা, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান, সদস্য মো. জসিম উদ্দিন, মাষ্টার আবুল কাশেম, মোজাম্মেল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান জাকির, চরতী আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম চৌধুরী, আমিলাইষ আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নুরু, সোনাকানিয়ার সভাপতি মাষ্টার আহমদ হোছাইন, মাদার্শার ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, চেয়ারম্যান নেজামুদ্দিন, চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, মুক্তিযোদ্ধা আমহদ মিয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব দাশ, এমপির একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদাত হোছাইন, ছাত্রলীগের আহ্বায়ক হারেজ মোহাম্মদ ও ছাত্রলীগ নেতা আবু ছালেহ। অনুষ্ঠান শেষে কাঙালী ভোজে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ছবির ক্যাপশান: সাতকানিয়ায় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমপি নদভী।