সিবিএন ডেস্ক:
মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন যাতে ভোটার হতে না পারে সেজন্য চট্টগ্রাম বিভাগের ৪টি জেলার ৩০ উপজেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে কক্সবাজার ও রাঙামাটির সব উপজেলা এবং বান্দরবান ও চট্টগ্রামের ৭টি উপজেলা রয়েছে।

এদিকে প্রত্যেক উপজেলায় রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্যসচিব করে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির যাচাই-বাছাই ছাড়া এই ৩০টি উপজেলায় কেউ ভোটার হতে পারবেন না।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিশেষ কমিটির সভায় নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন এসব তথ্য দিয়েছেন।

সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ আলী বলেন, রোহিঙ্গা বিষয়টা মহামারি আকার ধারণ করেছে। তারা ভোটার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ ভোটার হলে তারা জাতীয় পরিচয়পত্র পাচ্ছে এবং সরকারি সব সুযোগ সুবিধার দাবিদার হচ্ছে। নজরদারির অভাবেই এমনটি হচ্ছে। । মনে হচ্ছে দেশটা যেন এখন তাদের। তাই এ বিষয়ে কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন তিনি।