প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মুহাম্মদ এনামুল হকের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কলেজ প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা গত ২৬ শে আগস্ট ২০১৭ ইংরেজি তারিখে অনুষ্টিত হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ওমর ফারুকের পরিচালনায় এবং কলেজের অধ্যক্ষ জনাব ক্য থিং অং এর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জনাব আবু মোঃ জাফর সাদেক, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানুর আকতার, অধ্যাপক জয়নাল আবেদিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার চৌধুরী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিন আকতার। প্রতিবাদ সভায় অধ্যক্ষ মহোদয় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামাজিক অনাচার ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে এনামুল হক জীবন দিয়ে গেছেন। এনামুল হক যে সমাজ বিনির্মানের স্বপ্ন দেখতো, তোমাদেরকেই তা গড়তে হবে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এনামুল হকের হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।