সংবাদ বিজ্ঞপ্তি :
রাশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ লাভে করণীয় বিষয়ে কক্সবাজারে অনুষ্টিত হবে সেমিনার। আগামী ৩০ আগষ্ট সকাল ১১ টায় কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্ট হোটেলের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি পরিচালনা করবেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি এ্যালিনা ব্যাস।
উল্লেখ্য, শিক্ষার্থীরা অনেক টাকা খরচ করে উচ্চ শিক্ষার জন্য দেশে-বিদেশের কলেজ-ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হন। কিন্তু কম খরচে উচ্চ শিক্ষা গ্রহনের অপূর্ব সুযোগ রয়েছে রাশিয়ায়। সেমিনারে সে বিষয়ে সম্যক ধারণা পাওয়া যাবে বলে জানান রাশিয়া ইউনিভার্সিটির প্রতিনিধি এ্যালিনা ব্যাস।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।