প্রেস বিজ্ঞপ্তি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। একই সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডও প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান। অতচ যে নেতা জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের হেফাজত করে গেছেন সেই নেতার বিরুদ্ধেই ধর্মের নাম দিয়ে চালানো হচ্ছে অপ-প্রচার। যারা ইসলামের জন্য কিছুই করেনি তারাই এ অপ-প্রচারে লিপ্ত রয়েছে। তাই ওলামা লীগের নেতাকর্মীদের এ অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বিকাল ৫টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ওলামা লীগ আয়োজিত জাতির জনকের ৪২ তম শাহদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা এ কথা বলেন। জেলা ওলামালীগের সভাপতি নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ডঃ নুরুল আবচারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডঃ নুরুল আবচার, ওলামালীগের কেন্দ্রিয় সধারণ সম্পাদক মওলানা আবদুল্লাহ আল ই¯্রাফিল। বক্তব্য রাখেন এডঃ সোলতানুল আলম, মৌলানা সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, মাওলানা সাহাদাত হোছাইন খান সোহেল, হাফেজ মৌলনা আবদুল মালেক, মৌলানা মোঃ হাসান।