আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফ বাহারছড়ায় পুকুরে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটেছে। সে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার আমির হোছাইনের পুত্র এবং বড়ডেইল হোছাইনিয়া ফয়েজুল উলুম মাদ্রাসার পঞ্চম (হাফতুম) শ্রেণীর ছাত্র করিম উল্লাহ (১৭)।
২৭ আগস্ট রবিবার বেলা ১২ টার দিকে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা পরিচালক মুফতি কিফায়তুল্লাহ শফিক জানান, ইদুল আযহা উপলক্ষে রবিবার সকাল ১০ টায় মাদরাসা ছুটি ঘোষনা করা হয়। ছাত্ররা নিজেদের কাপড় চোপড় ও থালা বাসন ধৌত করতে মাদরাসার পুকুরে যায়। ধারনা করা হচ্ছে নিহত করিম উল্লাহও কোন এক সময়ে পুকুরে থালা বাসন ধৌত করতে যায়। অপর একজন ছাত্রও পুকুরে গেলে নিহতের সেন্ডেল ও থালা বাসন পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষক ও ছাত্ররা পুকুরে খুঁজাখোঁজি করে করিম উল্লাহকে উদ্ধার করে এবং টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইসমাইল আজাদ মৃত ঘোষনা করেন।
নিহতের মাথায় ও পিঠে সামান্য আঘাত রয়েছে।
স্থানীয়রা ধারনা করছেন, পুকুরের পিচ্ছিল সিঁড়িতে পা পিচলে গিয়ে মাথায় আঘাত লেগে পানিতে ডুবে করিম উল্লাহর মৃত্যু ঘটেছে। তাঁর মৃত্যুতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
টেকনাফ মডেল থানার এসআই মোক্তার মৃতদেহের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার প্রেরণ করবে বলে জানান।