সোয়েব সাঈদ, রামু:

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, বহুগুণে গুণান্বিত মানুষ ছিলেন অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী। তিনি রাজনীতি, শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া, সংস্কৃতিসহ আরো নানান স্তরে নিজের কর্মদক্ষতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। জনগনের কল্যাণে তিনি ছিলেন, উজ্জ্বল নক্ষত্র। ওসমান সরওয়ার আলম চৌধুরী শুধু কক্সবাজারের নন, তিনি বাংলাদেশের অন্যতম সমাজসেবক ছিলেন। শিক্ষা ও জনকল্যাণে তাঁর অবদান এদেশে বিরল। তিনি রামুর সন্তান হলেও যেখানে বিচরণ করেছেন সেখানেই নিজের কর্মকান্ডে সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর মতো কীর্তিমান মানুষের আদর্শ অনুসরণ করে সবাই জনকল্যাণকর কাজে এগিয়ে এলে মানুষের দূর্ভোগ কমে যাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, কক্সবাজারের শ্রেষ্ট সমাজ সেবক, সাবেক জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রদুত, বিশিষ্ট আওয়ামীগ নেতা ও কক্সবাজার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রামুতে আয়োজিত বিশাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সিরাজুল মোস্তফা এসব কথা বলেন।

আজ রবিবার (২৭ আগষ্ট) বিকালে রামুু চৌমুহনী স্টেশন চত্বরে ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত বিশাল স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এতে মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণ করেন, অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের আহবায়ক রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক ইউনুচ বাঙ্গালী, এডভোকেট সুলতানুল আলম, অধ্যাপক আকতার আলম, আওয়ামীলীগ নেতা গোলাম কবির মেম্বার, অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের যুগ্ন আহবায়ক, জেলা পরিষদ সদস্য শামশুল আলম চেয়ারম্যান, কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল হক সিকদার, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাস্টার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, জেলা মৎস্যজীবিলীগ নেতা আনছারুল হক ভূট্টো, আওয়ামীলীগ নেতা হাজ¦ী নুরুল হক, সৈয়দ মো. আবদু শুক্কুর, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার, রশিদনগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, চাকমারকুল যুবলীগ আহবায়ক ছৈয়দ নুর মেম্বার, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, সৈনিকলীগ আহবায়ক মিজানুল হক রাজা, যুগ্ন আহবায়ক রাশেদুল হক বাবু, মক্কা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক শফিউল আলম কাজল, যুগ্ন আহবায়ক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন প্রমূখ।

এদিকে বরণ্যে এ রাজনীতিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রামুতে ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো মরহুমের সুযোগ্য পুত্র আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র বাস ভবন “ওসমান ভবন” এ সকাল ১০ টায় খতমে কোরআন ও মিলাদ, ১১ টায় শোক র‌্যালী ও মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র কবর জিয়ারত এবং প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিকাল ৩ টায় রামু চৌমুহনী ষ্টেশনে স্মৃতিচারণ সভা।