এদিন অনুদান হিসেবে আনোয়ারার হাতে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে জড়িয়ে ধরে কেঁদেছেন আনোয়ারা। ছিলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি আনোয়ারার মেয়ে।.
ষাটের দশকে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় আনোয়ারার। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি আবদুল জব্বার খান পরিচালিত ‘নাচঘর’। ‘নবাব সিরাজউদ্দৌল্লা’ ছিল আনোয়ারার টার্নিং পয়েন্ট। এতে আলেয়া চরিত্রে দেখা গেছে তাকে। তার আরও তিনটি উল্লেখযোগ্য ছবি হলো ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ‘দেবদাস’ (১৯৮২) এবং ‘শুভদা’ (১৯৮৭)।.
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে সাড়ে ৬০০’রও বেশি ছবিতে অভিনয় করেছেন আনোয়ারা। একবার সেরা অভিনেত্রীসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। মঞ্চনাটক এবং টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।