খালেদ হোসেন টাপু, রামু:

শিক্ষা খাতে বিশেষ অবদান এর জন্য ২য় বারের মতো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রামুবাসির নয়নের মনি উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।

মঙ্গলবার (২৯ আগষ্ট) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার দপ্তরে কক্সবাজার জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যক্রম মূল্যায়ন করে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ২য় বারের মত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এদিকে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে শিক্ষা খাতে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার খবর রামুতে পৌঁছালে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, আমার এ অর্জন রামুবাসীর। এজন্য তিনি উপজেলার শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুধু মাত্র শ্রেষ্ঠত্ব¡ অর্জন নয় আমি রামু উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

রামু উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানন্নোয়নে বিশেষ অবদানের জন্য রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে গত বারের মতো এবারও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এদিকে রামু উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান রামুর সিংহ পুরুষ জননেতা রিয়াজ উল আলম ২য় বারের মতো শিক্ষা খাতে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাইল মোঃ নোমান, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, আওয়ামীলীগ নেতা নুরুল হক, মাসুদুর রহমান মাসুদ, হাজী সাহেদ সরওয়ার, সৈয়দ মোহাম্মদ আবদুর শুক্কুর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রামু উপজেলা শাখার আহ্বায়ক আনছারুল হক ভূট্টো, সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, রামু উপজেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন, আবছার কামাল সিকদার, শামসুদ্দিন হারুন, কংকেশ বড়–য়া, ছালামত উল্লাহ, উত্তম মহাজন, মর্তুজা আকবর চৌধুরী রাসেল, নবিউল হক আরকান, ওয়াজেদ আলী বাদল, আওরঙ্গজেব, ওসমান গণি, জসিমুল ইসলাম মেম্বার, এড. রেজাউল করিম কাজল, জাবেরুল কালাম আজাদ, আনছারুল আলম, হেলাল উদ্দীন, মুমিনুল হক, রাহামত উল্লাহ, নুরুল করিম পুতু, মোঃ ফারুক, কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, এমপি কমলের পিএস মিজানুর রহমান ও ব্যক্তিগত সহকারী স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাসেদুল হক বাবু, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, শ্রমিকলীগের আহ্বায়ক শফিকুল আলম কাজল, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা ইছহাক চৌধুরী পাখী, উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ নাছির, সৈনিকলীগ নেতা মোঃ ইউনুচ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন প্রমুখ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দরা বলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষা খাতে অবদান রাখায় এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছেন। আমরা তার সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।