আসন্ন পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ। বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, পবিত্র ঈদুল আদ্বহা ত্যাগ ও কুরবানীর মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত। আল্লাহর রাহে প্রিয় পুত্রকে কুরবানীর মাধ্যমে হযরত ইবরাহীম আ. যে সুন্নাহ পরিপালন করেছিলেন তারই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মদীর স. মাধ্যমে মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত সেই সুন্নাহ পালনের রেওয়াজ জারি রেখেছেন। তাই আমাদের উচিত নির্মোহচিত্তে আল্লাহর রাহে পশু কুরবানীর মাধ্যমে মনের পশুত্ব ও কালিমাকে ধুয়ে-মুছে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করা । নেতৃদ্বয় বলেন, মুসলিম উম্মাহর এই খুশির সন্ধিক্ষণে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাস দমনের নামে মুসলিম নিধন ও উচ্ছেদের মহড়া চলছে। মানবাধিকারের ধ্বজাধারীরা আজ মিয়ানমার সরকারের নির্মমতার বিরুদ্ধে শুধুমাত্র বক্তৃতা-বিবৃতিতে সীমাবদ্ধ রয়েছে। অথচ হাজার-হাজার বনি আদম লাশ হয়ে, আহত হয়ে, উচ্ছেদ হয়ে ঠিকানাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা মিয়ানমারে সংঘটিত এহেন অমানবিক ও পৈশাচিক কর্মকান্ডের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রসহ বিশ্ববাসীকে সোচ্চার ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি। নেতৃদ্বয় আরো বলেন, বাংলাদেশ আজ গভীর সংকটে নিপতিত। গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ। দ্রব্যমূল্যের পাগলাঘোড়া দেশবাসীকে দিশেহারা করে তুলেছে। শাসকদলের দুর্নীতি ও লুটপাটের কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। বিনা অপরাধে ব্রিগেডিয়ার আজমী ও ব্যারিস্টার আরমানসহ অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। ইসলামী আন্দোলন করার অপরাধে মিথ্যা অভিযোগে কারাগারের অন্ধ প্রকোষ্টে বন্দি হয়ে আছেন আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদী, মাওলানা আবদুস সোবহান, এটিএম আহজহারুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী। তাদের পরিবারের সদস্যরা এখনও পথ চেয়ে আছে কখন ফিরবে তাদের প্রিয়জন! আমরা ঈদের এই আনন্দক্ষণে সরকারের কাছে তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি। পবিত্র ঈদুল আদ্বহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর যে শিক্ষা দিয়ে যাচ্ছে সেই শিক্ষা ধারণ করে আগামীদিনে বাংলাদেশের সবুজ ভূখন্ডকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা জোরদারে অংশগ্রহণের শপথ নিতে হবে। সকল গ্লানি, জীর্ণতাকে পেছনে ফেলে ঈদুল আদ্বহা আমাদের সকলের জন্য কল্যাণ, সমৃদ্ধি ও নিরাপত্তা বয়ে আনুক মহান আল্লাহর কাছে সেই প্রত্যাশা আমাদের।
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে জেলাবাসীকে জামায়াতের শুভেচ্ছা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।