বিদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, আগস্ট ৩১, ২০১৭ |সর্বশেষ আপডেট: ১৭:১৯, আগস্ট ৩১, ২০১৭ 111
পাকিস্তানের একটি বিশেষ সন্ত্রাসবাদবিরোধী আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে পলাতক ও তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বেনজির ভুট্টোর হত্যার ৯ বছর ৮ মাস ৩ দিন পর এই রায় ঘোষণা করো হয়েছে। রায়ে পাঁচ আসামিকে বেকসুর খালাস এবং সিনিয়র দুই পুলিশ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগ এলাকায় বন্দুক ও বোমা হামলায় নিহত হয়েছিলেন। ওই হামলায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অন্তত ২৩ কর্মী নিহত হন।

বেনজির হত্যা মামলায় পারভেজ মুশাররফ একজন আসামি ছিলেন। শুরু থেকেই তিনি বিচার কার্যে তিনি অনুপস্থিত ছিলেন। বিচারের টানা অনুপস্থিতির বিরুদ্ধে তার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, জিও টিভি।