অাজিজুল হক: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম গ্রামবাসীর পক্ষ থেকে মিয়ানমার সরকার বাহিনীর অত্যাচার নির্যাতনে পালিয়ে অাসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে  ত্রাণ বিতরণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এই ত্রাণ বিতরণ কর্মসূচী। সর্বমোট ৪০০ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সহায় সম্বল বাস্তুহারা এসব রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রি বিতরণকালে উপস্থিত ছিলেন ডিডি গ্রুপের পরিচালক রফিক হায়দার এবং চট্টলা নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট কলামিস্ট শাহ জালাল, এনজিও কর্মী ওবায়দুল অানসার সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চট্টলা নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক নাসির উদ্দিন রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্য করে বলেন গ্রামবাসী তাদের পাশে আছেন। সমগ্র বিশ্বের মানুষকে নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়াতে আহব্বান জানান।