হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ  :
টেকনাফের খারাংখালী প্যারাবনে রোহিঙ্গার গলিত লাশ দেখা গেছে। ৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে এক দল সাংবাদিক এ লাশ প্রত্যক্ষ করেন।
রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আসা এক দল সাংবাদিক হোয়াইক্যং অতিক্রম করে নাফ নদীতে রোহিঙ্গার গলিত লাশের খবর পান। তাঁরা পিচ্চিল মেঠো পথ ও কাদা মাড়িয়ে প্যারাবনে উপস্থিত হন। সেখানে দেখা যায় ১ জন রোহিঙ্গা পুরুষের গলিত লাশ। উক্ত স্থান থেকেই ১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ১৮ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান উক্ত স্থানে আজ রবিবার সকালের দিকে ৪ জনের লাশ দেখা গিয়েছিল। হয়ত জোয়ার-ভাটার পানির টানে এদিক-সেদিক ভেসে গিয়েছে। লাশগুলো উদ্ধার করা হয়নি।
৩ সেপ্টেম্বর রাত ১১টায় এব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা বলেন আজ টেকনাফ উপজেলার কোথাও লাশ উদ্ধার হয়নি।