চট্রগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরামের আত্নপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুরের নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশ ও সমাজের প্রয়োজনে আগে নিজেকে গড়তে হবে। নিজ আদর্শ, মেধা যোগ্যতা দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। তাহলে সমাজ দেশ এগিয়ে যাবে।
নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমদের সভাপতিত্বে সংগঠনটির আত্নপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামপুর লবন মিল মালিক সমিতির সভাপতি শামশুল আলম আজাদ, সাধারণ সম্পাদক মনজুর আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক দেলোয়ার হোসাইন, ডুলাহাজারা কলেজের প্রভাষক আবুল কাসেম, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) বার্তা সম্পাদক ও দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি ইমাম খাইর, চট্রগ্রাম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, চট্রগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, কুুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র তৌকি রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র নুরুল হুদা, প্রকৌশলী শাহেদুল ইসলাম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই মহিউদ্দিন প্রমুখ।
সকাল দশটায় প্রথমে চট্রগ্রাম ছাত্র ফোরামের আত্নপ্রকাশ উপলক্ষে নতুন অফিস বাজার হয়ে শুভেচ্ছা র্্যালি নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে শেষ হয়।
পরবর্তীতে ইসলামপুর ইউনিয়নের আলোকিত ব্যাক্তিদের উপস্হিতিতে চট্রগ্রামে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত হল ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরামের সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানটি উপস্হাপনা করেন, আইআইইউসির কম্পিউটার সাইন্স বিভাগের মেধাবী ছাত্র তানবির মাহমুদ সিফাত।
অনুষ্ঠানে ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, আবুল ফয়েজ জুয়েল, অলি রব্বানী, ছৈয়দ মোহাম্মদ তামিম, ইউছুপ নবী, মাইনুদ্দিন সোহেল, লুৎফুর রহমান, আবদুল্লাহসহ ফোরামের বিপুল সদস্য উপস্হিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।