হুমায়ূন রশিদ, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় গুহাফার আসন্ন আন্তঃ উপজেলা বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি, উপকমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন কার্যালয়ে ২০১৭সালে আন্তঃ উপজেলা গুহাফার আসন্ন বৃত্তি পরীক্ষা কমিটির এক প্রস্তুতি সভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মৌলানা এসএম সাইফুল্লার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,গুহাফার সদস্য হাজী আবুল কালাম,মাওলানা ফরিদ আহমদ,মাওলানা নুরুল ইসলাম,মাষ্টার কামাল আহমদ,ছালেহ আহমদ মেম্বার,কায়সার উদ্দিন আহমেদ, কফিল আহমদ, মাষ্টার শাহ আলম, মৌলানা শাকের আহমদ ও ফাউন্ডেশনের চিকিৎসক জালাল আহমদ প্রমুখ। উক্ত সভায় সার্বিক আলোচনা স্বাপেক্ষে আগামী ২২/১২/১৭ইং অনুষ্ঠিতব্য জিএইচএফ বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মাওলানা ফরিদ আহমদ,ছালেহ আহমদ মেম্বার,কফিল আহমদ, মাষ্টার শাহ আলম,মাওলানা শাকের ও মাওলানা এসএম সাইফুল্লাহকে নিয়ে পরীক্ষা বাস্তবায়ন কমিটি, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ,মাষ্টার মোফাজ্জল হক,মাওলানা সাঈদ আহমদ তারেক,কায়সার উদ্দিন আহমেদকে নিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ কমিটি এবং মৌঃ ফরিদ আহমদ,হাজী আবুল কালাম ও মাওলানা ফরিদকে নিয়ে আপ্যায়ন কমিটি গঠন করা হয়। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কফিল আহমদ ও হল সুপার হিসেবে মাওলানা এসএম সাইফুল্লাহ দায়িত্ব পালন করার সিদ্বান্ত গৃহীত হয়। উল্লেখ্য,এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে স্থানীয় অসহায়,দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য,চিকিৎসা ও শিক্ষা বিস্তারে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।