নুরুল কবির, বান্দরবান:
বান্দরবানের রুমায় থিনাপ ঝর্ণায় পানিতে ¯্রােতে ভেসে গিয়ে ২ পর্যটক নিখোঁজ হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দর্শণীয় স্থান থিনাপ ঝর্ণা ভ্রমনে যান ৭ জনের একটি পর্যটক টিম। ঝর্ণায় ছবি তোলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পানির ¯্রােতে ভেসে যায় ২ জন পর্যটক। এরা হলেন- বরিশালের পর্যটক শহিদুল ইসলাম ফয়সাল এবং কক্সবাজারের চকরিয়ার পর্যটক ইফজাতুল করীম। নিখোজের পর সফরসঙ্গীরা স্থানীয়দের নিয়ে ঝর্ণায় অনেক খোজাখুজির পরও তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন পুলিশ’সহ আইনশৃঙ্খলা বাহিনী।
পর্যটক টিমের প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর হোসেন বলেন, রুমা উপজেলা সদর থেকে বিকালে আমরা ৭ জন থিনাপ ঝর্ণা দেখতে যায়। ঝর্ণার পানিতে নামার পর ২ জন পা পিছলে স্রোতের পানিতে ভেসে গিয়ে ২ জন নিখোঁজ রয়েছেন। এদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, সাত জন পর্যটক পাইন্দু ইউনিয়নের থিনাপ ঝর্ণা দেখতে গিয়ে পানির ¯্রােতে ভেসে গেছে ২ জন পর্যটক। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দূর্গমাঞ্চল হওয়ায় রাতে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছেনা। সকালে ঘটনাস্থল’সহ আশপাশে নিখোঁজদের খোঁজে অভিযান চালানো হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।