রিয়াজ উদ্দিন , পেকুয়া:

পেকুয়ায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে গলার স্বর্ণের চেইন লুট করেছে দুবৃর্ত্তরা। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিলার নাম ইয়াসমিন আক্তার(৩০)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ হাসান আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, ইয়াসমিন আক্তারের সাথে প্রতিবেশী মৌলভী আজগর আলী গংদের বিরোধ চলছিল। ওই দিন সকালে ফজর আহমদের পুত্র আজগর আলীসহ ৩/৪ জন ইয়াসমিনের বাড়িতে হানা দেয়। এ সময় তাকে টানা হেচড়া করে কক্ষ থেকে বের করে দেয়। এ নিয়ে তুমুল বাকবিতন্ডা হয়। ঘটনার জের ধরে ওই দুবৃর্ত্তরা প্রবাসীর স্ত্রীকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ইয়াসমিনের কক্ষে প্রবেশ করে আলমিরায় রক্ষিত ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এমনকি ওই মহিলার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। বিষয়টি স্থানীয়রা আঁচ করতে পেরে দ্রুত ওই স্থানে যান। এ সময় দুবৃর্ত্তরা এ সব নিয়ে দ্রুত সটকে যান। প্রবাসীর স্ত্রী ইয়াসমিন আক্তার জানায়, মৌলভী আজগর ভয়ংকর প্রকৃতির লোক। তার গতিবিধি সন্দেহ জনক। সে দিন আমার বাড়িতে এসে আমাকে পিটিয়ে মুমূর্ষ করে নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। পুলিশ এসেছিল, আমি আইনী সহায়তার জন্য অভিযোগ দিয়েছি।