কামাল শিশির, রামু:
খেলাধুলার পাশাপাশি সম্প্রীতি রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার সদর-রামু সংসদীয় আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।
বুধবার বিকালে রামুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল খেলায় এমপি কমল প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বর্তমানে সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি জীবন যাত্রার মান আরো বেশি উন্নত হচ্ছে। বলতে গেলে একজন খেলোয়াড় বিশ্বব্যাপি নিজেকে তুলে ধরতে পারছে। তাই তিনি গ্রামীন খেলাধুলাকে আরো বেশি আধুনিক করে গড়ে তুলার জন্য যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান ।
বক্তৃতায় তিনি ঈদগড় করলিয়ামুরা মাঠকে মিনি স্টেডিয়ামে রুপান্তরিত করার জন্য ঈদগড় ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন এবং খেলার মাঠের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন ।
এমপি কমল সম্প্রতি মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদেরকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং জঘন্য হত্যাকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহবান করেন।
খেলায় বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, ঈদগড় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা, ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি ছাইদুর রহমান ।
উপস্থিত ছিলেন- ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ সভাপতি সাংবাদিক কামাল শিশির, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল, সাংবাদিক আবদু রশিদ, মাসেদুল হক আরমান, ইউপি সদস্য মো: শাহজাহান, সমাজ সেবক নুরুল আলম সোনা মিয়া, আওয়ামীলীগ নেতা নুরুল হক, তাতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ ।
প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করেন সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ ও সাবেক সভাপতি কাউছার আলম তুহিন। খেলার ধারা ভাষ্যে ছিলেন মিজানুর রহমান ।
খেলায় অংশ নেয় বাইশারী হলুদিয়াশিয়া ফুটবল একাদশ বনাম নতুন অফিস বাঁশকাটা ক্রীড়া সংঘ ।
নির্ধারিত সময়ে খেলায় ১-১গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে বাঁশকাটা ক্রীড়া সংঘ ৬-৫গোলে জয়লাভ করে ।
বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপির পাশাপাশি নগদ ৪০হাজার টাকা এবং পরাজিত দলকে রানার আপ ট্রপিসহ ২০হাজার টাকা প্রদান করেন আয়োজক কমিঠি ।
ঈদগড়ে এটি প্রথম খেলা যা মানুষকে আনন্দের পাশাপাশি দল গুলোকে বিশাল অংকের নগদ টাকা প্রদান করেন ।