এম আবুহেনা সাগর,ঈদগাঁও :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদে সড়ক দূঘটনার গাড়ীর হেলপারসহ অন্তত ১০ আহত হয়েছে। ৭ সেপ্টেম্বর দুপুর বারটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ঢালার দোয়ার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,,চট্টগ্রামমুখী ষ্টার লাইন পরিবহনকে ককসবাজার মুখী সোহাগ পরিবহন ঐ এলাকায় ক্রসিং করার সময় ধাক্কা লাগলে মুহুতের মধ্য ষ্টার লাইন গাড়ীটি মহাসড়কের পশ্চিম দিকে সম্পূর্ণ রুপে উল্টে যায়, পাশাপাশি পূর্ব পাশে সোহাগ গাড়ীটি নেমে পড়ে। চট্রগ্রামমুখী পরিবহনের হেলপারের হাতে ও মাথায় গুরুতর জখমসহ অন্তত ১০/১২ জন ঐ গাড়ীর যাত্রী আহত হন বলে আশরাফ নামের অপর এক যাত্রী এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরপরই মালুমঘাট হাইওয়ে পুলিশকে ঘটনাস্হলে দেখা গেছে। হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, এ সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন সামান্যতম আহত হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।