প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুতুব একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রেজাউল করিম। হুমায়ুন কবির সিকদারকে অব্যাহতি দিয়ে রেজাউল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন পরিচালনা কমিটি। এ উপলক্ষে পরিচালনা কমিটির এক জরুরী সভা বৃহস্পতিবার সকাল ১০টায় একাডমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। একাডেমি পরিচালনা কমিটির সভাপতি .মাওলানা বদরুদ্দৌজা কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য এম. জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মকছুদুল হক, এম. এজাফত উল্লাহ কুতুবী, হাফেজ জাফর আলম, মঞ্জুর আলম সিকদার, হাজী আকতার আহামদের পক্ষে জেলা যুবলীগের প্রভাশালী সদস্য মাহবুবুর রহমান আজাদ, ডা. নুরুল আমিনের পক্ষে শরীফুল কাদের, শহীদুল্লাহ, মো. ইসলাম নবী, মাস্টার জাকারিয়া, ছৈয়দ আলমের পক্ষে আনচারুল করিম। সবার সিদ্ধান্ত মতে হুমায়ুন কবির সিকদারকে অব্যাহতি দেয়া হয় এবং রেজাউল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে নিযুক্ত করেন।
অব্যাহতি পত্র সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক হুমায়ুন কবির সিকদার চাকরির শুরু থেকে আজ পর্যন্ত কোনো হিসাব প্রদান করেননি, হিসাব প্রদানে দীর্ঘ সময় গড়িমসি করেছেন এবং প্রতিষ্ঠানের বিপুল অর্থ আত্মসাৎ করে ক্ষতি সাধন করেছেন। তাই তাকে ৭ সেপ্টম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দারুল কুতুব একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।