সংবাদ বিজ্ঞপ্তি ॥

পৃথিবীর সর্বোচ্চ নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিবন্ধনকৃত বৃহত্তম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদের সকল পরিষদ। এরা নিজ সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে ট্রাকে করে ৫০০ পরিবারের জন্যে চাল, ডাল, তেল, লবনসহ এক পরিবারের জন্য এক প্যাকেটে ৫০০ টাকার খাদ্য সামগ্রী নিয়ে বিতরণ করে। স্পটসমূহ হচ্ছে ১। মায়ানমার সীমান্তের ১৫০ গজ ভিতরে ভয়ংকর জিরো পয়েন্টে ২৩০টি, ২। থাইংখালী তাজলিমাখোলা সদ্য আসা নতুন ক্যাম্পে ২০০টি, ৩। বান্দরবান /নাইক্ষ্যংছড়ি তুমব্রু বাজার, ঘুমধুম এবং বালুখালী/কুতুপালং দু’রাস্তার পাশে ৭০টি। বলাবাহুল্য অব্যবস্থাপনা/দালাল চক্র/দূর্ণীতির কারণে ত্রাণ সামগ্রী অসহায়, নির্যাতিত, রোহিঙ্গাদের মাছে পৌছে দেওয়া হচ্ছে না। সংগঠনের পক্ষে সায়মুন সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার সিকদার, উপদেষ্টা- ফয়েজ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক-অধ্যাপক জহিরুল হক, অর্থ সম্পাদক- আমিনুর রশিদ, দপ্তর সম্পাদক জহিরুল আলম, সহ-দপ্তর সম্পাদক- সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক- জোবাইরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক- আমজাদ হোসেন, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- নুরুল আবছার ডন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্য ছিলেন।