শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে ২টি বাস। এসময় উভয় গাড়ীর চালক হেলপারসহ ১৫/১৬জন আহত হয়েছে। তন্মধ্যে একজন কলেজ ছাত্রের পরিচয় জানা গেলেও বাকীদের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি। স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। ৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ঢালার দোয়ার নামক স্থানে এ ঘটনা ঘটে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির শেষ বর্ষের ছাত্র চকরিয়া উপজেলার সাহার বিল এলাকার মরহুম মাষ্টার জাকের আহমদের পুত্র আহত সাদ্দাম হোছাইন জানান, কক্সবাজারমুখী সোহাগ পরিবহনের একটি বাস যার নং চট্টমেট্রো ঘ ১৪-৩৩৫২ গাড়ীটি নিয়ন্ত্রণ হারালে ঢাকামুখী স্টার লাইন ঢাকা মেট্রো ব ১৪-৮৫৯৪ গাড়ীর চালক কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এসময় গাড়ী দুটি পাশর্^বর্তী খাদে পড়ে গেলে ঐ ছাত্র, হেলপার, চালক ও অপরাপর যাত্রীরাসহ আনুমানিক ১৫/১৬ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে গাড়ী দুটি জব্দ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ রুহুল আমিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।