হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফে ৩ জন দালাল এবং ৭ জন ট্রলার মাঝিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৭ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা, জোরপুর্বক টাকা নেয়াসহ রোহিঙ্গা সংক্রান্ত বিভিন্ন অভিযোগে এ দন্ডাদেশ দেন। দন্ডিত ১০ জনের মধ্যে ২ জন পাশ্ববর্তী উখিয়া উপজেলার বাসিন্দা। ২ জনের মধ্যে ১ জন দালাল এবং ১ জন ট্রলার মাঝি।

দন্ডপ্রাপ্ত ১০ জন হলেন বর্তমানে শাহপরীরদ্বীপের বাসিন্দা মিয়ানমারের চাইন্দাপাড়া নজির আহমদের পুত্র আবদুল আমিন (৪৫), মহেশখালীয়াপাড়া মকবুল আহমদের পুত্র হোছন আহমদ মাঝি (৩০), নুরুল ইসলামের পুত্র কামাল হোসেন মাঝি (২৫), শামলাপুর মোঃ হাসিম মোল্লার পুত্র জিয়াউর রহমান (৩০), মকবুল আহমদের পুত্র দিল মোহাম্মদ (২৭), শাহপরীরদ্বীপ মৃত আবদুল আমিনের পুত্র দালাল মোঃ এমদাদ (২৮), মৃত আবু বকরের পুত্র মোঃ ইউনুস মাঝি (৩৭), উখিয়া উপজেলার মনখালী সোর মোহাম্মদের পুত্র মোঃ আবসার মাঝি (২৮), মৃত মুফিজুর রহমানের পুত্র দালাল রশিদ আহমদ (৩২)। বিজিবি এদেরকে শাহপরীরদ্বীপ, শামলাপুর, খুরেরমুখ, সী-বীচ মোড় এলাকা থেকে আটক করেন।