ইসতিয়াক আহমদ জয় :
ওপারের রাখাইন রাজ্য থেকে বানের পানির মতোন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা নামক গোষ্ঠীর মানব স্রোত।
রাখাইনে অমানবিক নির্যাতন যন্ত্রনা সইতে না পেরে কোনমতে জীবনের মায়ায় ভীটে-মাটি ছেড়ে ছুটে আসছেন আমাদের দেশের সীমান্ত ঘেষাঁ গ্রাম উখিয়া কিংবা টেকনাফের মানব পল্লী গুলোতে।
এমনিতেই অনেক বছর ধরে বিশাল অংকের রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে গিয়ে নানান রকম সংকট ও সমস্যায় জর্জরিত আমাদের রাষ্ট্র যন্ত্র ।
বিভিন্ন সময়ে নানান অপরাধ,সন্ত্রাস,নাশকতা ও ভয়াবহ জঙ্গী তৎপরতা সহ রাস্ট্র বিরুধী কার্যক্রমে এই জনগোস্টির বিশাল একটি অংশের সম্পৃক্ততা অনেক আগেই আমরা সহ বিশ্ববাসী দেখেছেন।
মানবিক দিক বিবেচনা করে বিশাল অংকের রোহিঙ্গা গোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে আমাদের দেশ ও ভূখন্ড রাস্ট্রযন্ত্র চরম নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হয়েছে অনেক বার।
এই সব সমস্যা মোকাবেলা করে সরকার যখন তাদের জীবনযাপন একটি বিশেষ স্থানের মধ্যে সীমাবদ্ধ রেখে শৃংখলা ফিরিয়ে আনার পথে ঠিক এই সময়ে ওপারের রাখাইন রাজ্যে আবার নতুন করে বেজে উঠলো পুরনো গানের সুর।
বর্বর বার্মিজেরা আবার রক্তের হুলি খেলায় রোহিঙ্গা নিধনে মেতে উঠে। রোহিঙ্গাদের রাখাইন থেকে বিতাড়িত করতে পরিকল্পিত ভাবে জ্বালিয়ে দেয় ঘর বাড়িসহ গ্রামের পর গ্রাম। “কাকে বলি মৃত্যু থামাও”…
কয়েক লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশের কারনে আজ ক্ষত ক্ষতবিক্ষত পাহাড় আর সমুদ্র বেস্টিত সর্ব দক্ষিনের শান্ত জনপদ আমার জন্মভূমি কক্সবাজার।
অপ্রত্যাশিত রোহিঙাদের বিশাল এই ভার কেমন করে সইব আমরা,কেমন করে বইবে বাংলাদেশ কেউ কি বলতে পারেন….????
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।