প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবি সংগঠন জমিয়াতুল মোদারের্ছীন কক্সবাজার জেলার এক সভা জেলার সভাপতি প্রিন্সিপাল কামাল হোছাইনের সভাপতিত্বে শহরের হাশেমিয়া কামিল মাদরাসার হল রুমে গতকাল সকাল ১১ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার মাদরাসা প্রধান ও শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ১। আগামী ১৪সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার সকল মাদরাসা প্রধান ও শিক্ষকদের সমন্বয়ে মানবন্ধন কর্মসূচী পালন করা হবে। ২। আগামী ১৫সেপ্টেম্বরের মধ্যে জেলার সকল আলিয়া মাদরাসার শিক্ষকদের মধ্য হতে ত্রাণ তহবিল সংগ্রহ করে ১৬সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

সভায় নেতৃবৃন্দ রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নিসৃংশতা বন্ধে বিশ্বমানবতাকে এক হওয়ার আহ্বান জানান। জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মুহাঃ শাহাদাত হোছাইনের উপস্থাপনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহিবুল্লাহ, অধ্যক্ষ নুরুল হক মকছুদী, অধ্যক্ষ ফরিদুল আলম, উপাধ্যক্ষ মুহাম্মদ শফিউল আলম, সদর সভাপতি সুপার মাওঃ মনছুর আলম আজাদ, সেক্রেটারী সুপার নূর আহমদ, সুপার কুতুব উদ্দিন, সুপার মুঃ খালেদ প্রমুখ। জেলা প্রথিতযশা আলেমেদ্বীন ও মাদরাসা প্রধান এবং শিক্ষকদের সমাবেশ থেকে নিপীড়িত, নির্যাতিত, অসহায় শরণার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক তাদেরকে সাময়িক ভাবে আশ্রয়দানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিশ্ব নেতৃবৃন্দের কাছে মায়ানমারকে চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়। সাথে সাথে বিশ্বের মানবদরদী জনগোষ্ঠী এবং দেশের বিভিন্ন সংস্থা ও বিত্তবানদের শরণার্থীদের প্রতি মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।